সারাটা জীবন আপনি অন্য কারো মতো হতে চেয়েছেন। তার মতো, যিনি হাসেন ভীষণ মিষ্টি, পোশাকে ধূপদুরস্ত। তার মতো, যার চোখ ধাঁধানো ব্যক্তিত্ব। তার মতো, যার চোখ ভর্তি ভরসা। যৌবন ফুরিয়ে এলো, পাকা চুলগুলো সজোরে উঁকি দিচ্ছে। আপনি এখনো কিছু হয়ে উঠতে পারলেন না। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সামিল হলেন, জীবনভর দৌড়ালেনও খুব, কিন্ত নাম্বার ওয়ান হতে পারলেন না।
চল্লিশ পেরোলেই চালশে। তবু এখনো যখন মাথা তুলে, ঘাড় ঘুরিয়ে তাকান, ভাবেন, আহা, যদি তার মতো হতে পারতাম।
পৃথিবীতে কারো মত হওয়া যায় না। আপনি এক পিস। প্রত্যেকের ডিএনএ আলাদা, পরিবেশ-বাস্তবতা আলাদা। আপনি স্বতন্ত্র, ইউনিক। চেঁচিয়ে উঠুন ইউরেকা বলে! আর নিজের দিকে তাকান। কত অবহেলাই না করেছেন নিজেকে, নিজের শক্তিকে, দুর্বলতাকে। কিছুই গার্বেজ নয়, ব্যবহার করতে জানলে। আপনার শক্তি, আপনার দুর্বলতা, দুয়েই আপনার সম্পদ। নিজেকে জানুন, নিজের মত করে ভাবুন। কোনো দৌড়েই আপনি তখন এগিয়ে বা পিছিয়ে থাকবেন না, অন্যরকম হয়ে থাকবেন। আপনার বৈচিত্র্যে পৃথিবীর মঞ্চ হবে রঙিন।
