সপ্তাখানেক ধরে ড. লী ওয়াটারস এর The Strength Switch পড়ছি।
মানুষ হিসেবে আমাদের চোখ সাধারনত কারো গুনের চেয়ে খুঁত আমাদের আগে চোখে পরে। বেশির ভাগ মানুষই তাই তার গুণের চর্চা না করে বরং তার দুর্বলতাকে কাটিয়ে ওঠার দিকে বেশি মনোযোগ দেয়। লী তার গবেষনায় দেখিয়েছেন যে বরং উল্টোটা করলেই আমাদের এচিভমেন্ট বাড়বে।
CEO দের এইসব বিষয়ে কাউন্সেলিং এর এক পর্যায়ে লী ভাবেন, দুর্বলতার চেয়ে সামর্থের দিকে মনোযোগ দেয়ার চর্চা যত অল্পবয়সে শুরু করা যায়, তত বেশি ফলপ্রসূ হবে। ব্যাস, অনেক বেতন ও সিকিউরিটির চাকরি ছেড়ে দিয়ে তিনি কাউন্সেলিং শুরু করেন একটি স্কুলে। সেখানে তার গবেষণার কথা লিখেছেন the strength switch এ। কিভাবে weakness এর বদলে strength এ switch করলেই বরং আপনি weakness কে জয় করতে পারবেন।
আপনার strength কিভাবে চিহ্নিত করবেন? ধরা যাক আপনি চমৎকার গাইতে বা ছবি আঁকতে পারেন কিংবা ম্যাথে আপনি ফুল মার্কস পেতেন। এগুলো কি তবে আপনার strength? strength চেনার তিনটি সহজ উপায় উদাহরণ দিয়ে বলছি। সংগীত আপনার strength, যদি আপনি ১) সঙ্গীতে ভালো পারফরমেন্স দেখান, ২) আপনি সঙ্গীতে সময় ও effort দেন, ৩) সঙ্গীত আপনাকে এনারজি দেয়। আপনি যখন সঙ্গীতে ঘণ্টার পর ঘন্টা সময় দেন তখন আপনি সময় ভুলে যান, এবং একদমই exhausted অনুভব করেন না।
এই তিনটির সামঞ্জস্য দিয়ে আপনি আপনার strength বের করতে পারেন।
strength list এর ফাইলের লিঙ্কঃ https://www.strengthswitch.com/wp-content/uploads/2017/05/16.-Strengths-Definitions.pdf)।
এবার একটি সহজ উদাহরণ দিয়ে বলি, কিভাবে strength switch কে কাজে লাগিয়ে weakness কে জয় করবেন। ধরছি, perseverance/determination বা জোঁকের মতো লেগে থাকা আপনার শক্তি। আপনার একদমই করতে ভালো লাগে না ম্যাথ বা ইংলিশ বা এসাইনমেন্ট বা যেকোনো কিছু। কী করবেন? ‘পারেন না’- এটা চিন্তা করা বন্ধ করুন এবং লেগে থাকুন। স্বাভাবিকভাবেই আপনি শেষ না করে হাল ছাড়বেন না, কারণ আপনি perseverant!
এসাইনমেনটের দিকে নয়, বরং আপনার সব শক্তি, মনোযোগ আপনি ঢেলে দিবেন perseverance এর দিকে।
ফ্রি রিসোর্সঃ https://www.strengthswitch.com/